ষ্টাফ রিপোর্টার।
রাজধানীর দারুস সালাম এলাকায় স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা একটার দিকে আহম্মদ নগরের হাড্ডিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম তানভীর (২৫) বলে পুলিশ জানিয়েছে। অন্য যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে মাদক ব্যবসার অভিযোগে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানের পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর শনিবার দুপুরে তানভীরসহ তিনজন চাপাতি হাতে এলাকায় ফিরে এসে স্থানীয়দের শাসানোর চেষ্টা করেন বলে দাবি পুলিশের। তখন এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া করে এবং দুইজনকে পিটিয়ে হত্যা করে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব-উল-হোসেন বলেন, অভিযানের সময় তানভীর বাসা থেকে পালিয়ে গিয়েছিলেন। পরদিন আবার ফিরে এসে শাসানি দেওয়ায় উত্তেজনা চরমে পৌঁছায়। গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।