ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দোররহিম মুসাভি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা আবারও হামলা চালালে ইরান থেকে ‘আরও কঠিন জবাব’ পাবে।
লেবাননের আল-মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুসাভি জোর দিয়ে বলেন, ইরান এখনো তার পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করেনি।
তিনি দাবি করেন, সাম্প্রতিক আগ্রাসনে ইসরায়েলি শাসনব্যবস্থা বড় পরাজয় বরণ করেছে। মুসাভি অভিযোগ করেন, ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে বিভক্ত ও দুর্বল করতে চায় এবং পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে আসছে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, যেখানে ইরানি সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
জবাবে ইরান ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা ও কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়, যার পর ২৪ জুন যুদ্ধবিরতি হয়।
মুসাভি শেষে বলেন, ইরান তার নীতিগত অবস্থান থেকে সরবে না এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।