নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর কৈখালী কালিন্দী নদী দিয়ে অবৈধ ভাবে এক পরিবারের ০৪ জন সদস্য বাংলাদেশে আসার সময় বিজিবির হাতে আটক। শুক্রবার (০৪ জুলাই) ভোরে নীলডুমুর ১৭ বিজিবি আওতাধীন পরানপুর বিওপির হাবিলদার আকরাম তাদেরকে আটক করে বিকাল ৬ টায় শ্যামনগর থানায় হস্তান্তর করেন।
আটকৃতরা ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলা কৈখালী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী সাজিদা খাতুন(৩৫), ও তিন ছেলে সাইফুল ইসলাম (১৭), পরান (১২), ছোট (০৫)।
সাজিদা খাতুন বলেন, গত ৪-৫ বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে বসিরহাট এলাকায় বসবাস করতাম। সেখানে বসবাসের সময় আমার স্বামী রেজাউল করিম মারাযান। তারপর থেকে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ায়, পুনরায় ভারতীয় দালালের মাধ্যমে তিন সন্তানকে নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে আসার সময় বিজিবি আমাদেরকে আটক করে।
শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।