স্টাফ রিপোর্টার।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৬টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে কাঁচা বাজারের কলাপট্টি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাদের তৎপরতায় প্রায় ৫ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত হয়েছে একটি মুদি দোকান থেকে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে ঘটেছে।
তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি।