ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তার চারজনের মধ্যে রয়েছেন—নগরকান্দার শ্রীরাঙ্গাল গ্রামের দ্য ন্যাশনাল ইসলামিক প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোক্তার হুসাইন (৪৫), ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ (৩৫), গোপালগঞ্জের শহিদুল ওরফে শহিদ (৪৫) এবং ফরিদপুরের পার্থ রায় (৪২)।
পুলিশ জানায়, পূর্ব সদরদী গ্রামে দুই প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় মোক্তার ও কিবরিয়াকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে এসেছে, স্কুল পরিচালনার আড়ালে মোক্তার ও কিবরিয়া নিয়মিত ডাকাতি করতেন এবং বিভিন্ন এলাকা থেকে ডাকাত দল ভাড়া করে আনতেন।
অন্যদিকে, গত ৩০ মে আলগি ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় শহিদুল ও পার্থ রায়ের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের গ্রেপ্তারের পর পুলিশ স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মোশাররফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের অবস্থান সম্পর্কে জানতে পারি। তারা প্রথমে পাটক্ষেতে লুকিয়ে থাকায় ধরতে পারিনি। পরবর্তীতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।