1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
'শাপলা জাতীয় প্রতীকের অংশ, প্রতীক হতে বাধা নেই': ধানের শীষ নিয়েও প্রশ্ন তুললেন এনসিপি নেতা সারজিস আলম - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করলো বিএসএফ রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩, মেয়েরা এগিয়ে  এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩৯,০৩২ জন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কমে ৬৮.৪৫ শতাংশ ইসরায়েলবিরোধী অবস্থানের জের: ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো জাতিসংঘের প্রতিনিধির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দৌলতপুরের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিল দুদক গাজায় একদিনে ৭৪ নিহত, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আরও ৮ জনের মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বেলা ২টায়, মোবাইলেই জানতে পারবেন বাঘারপাড়ায় নিজ ঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী আটক

‘শাপলা জাতীয় প্রতীকের অংশ, প্রতীক হতে বাধা নেই’: ধানের শীষ নিয়েও প্রশ্ন তুললেন এনসিপি নেতা সারজিস আলম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯ জন খবরটি পড়েছেন
Sarjis Alam
সারজিস আলম

মিনহাজ উল ইসলাম, বিডিটেলিগ্রাফ

ঢাকা, ১০ জুলাই ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম মন্তব্য করেছেন যে, জাতীয় প্রতীক হিসেবে শাপলাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন, যা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

সারজিস আলম যুক্তি দিয়েছেন, শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র, ঠিক যেমন ধানের শীষ, পাট পাতা এবং তারকাও এর অংশ। তিনি প্রশ্ন তোলেন, “শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।”

এনসিপি নেতা আরও বলেন, “যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।” জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে কোনো আইনগত বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, “কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে।”

তার শেষ মন্তব্য ছিল, “আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!” এই বক্তব্যটি নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতীকের ব্যবহার নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল (০৯ জুলাই) নির্বাচন কমিশন জানায় এনসিপি শাপলা প্রতিক পাচ্ছে না আসন্ন নির্বাচনে। এবিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোকে বলেন, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, অতীতেও কোনো কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে। তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews