মিনহাজ উল ইসলাম, বিডিটেলিগ্রাফ
ঢাকা, ১০ জুলাই ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম মন্তব্য করেছেন যে, জাতীয় প্রতীক হিসেবে শাপলাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন, যা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
সারজিস আলম যুক্তি দিয়েছেন, শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র, ঠিক যেমন ধানের শীষ, পাট পাতা এবং তারকাও এর অংশ। তিনি প্রশ্ন তোলেন, “শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।”
এনসিপি নেতা আরও বলেন, “যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।” জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে কোনো আইনগত বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, “কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে।”
তার শেষ মন্তব্য ছিল, “আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!” এই বক্তব্যটি নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতীকের ব্যবহার নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল (০৯ জুলাই) নির্বাচন কমিশন জানায় এনসিপি শাপলা প্রতিক পাচ্ছে না আসন্ন নির্বাচনে। এবিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোকে বলেন, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, অতীতেও কোনো কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে। তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।