রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে পা ভেঙেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসম্পাদক জান্নাতুল নওরীন উর্মি। সোমবার (১৪ জুলাই) পল্টনের নাইটিঙ্গেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দ্য ডেইলি ক্যাম্পাসের বরাত দিয়ে প্রকাশিত সংবাদ অনুযায়ী জান্নাতুল নওরীন উর্মি জানান, মিছিলে প্রচণ্ড ভিড়ের কারণে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তার ডান পায়ে প্লাস্টার করেছেন এবং এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
নওরীন বলেন, “পা ভেঙেছে, এই কষ্ট আমার কাছে বড় নয়। বরং দলের গুরুত্বপূর্ণ সময়ে কর্মসূচিতে অংশ নিতে না পারাটা আমার জন্য সবচেয়ে বড় দুঃখের।”
নওরীনকে হাসপাতালে নিয়ে যাওয়া ছাত্রদল নেত্রী ফারহানা বিনতে ইভা ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, মিছিলটি দলীয় কার্যালয় থেকে শাহবাগের দিকে যাচ্ছিল এবং নওরীন মিছিলের সামনের দিকে ছিলেন। পল্টনের নাইটিঙ্গেল মোড়ে রাস্তা সরু হওয়ায় পেছন থেকে নেতাকর্মীদের চাপ হঠাৎ বেড়ে যায়। এই চাপের মধ্যেই একজন কর্মী নওরীনের ওপর পড়ে গেলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। উঠে দাঁড়ানোর আগেই মিছিলের ভিড়ে তিনি পদদলিত হয়ে ডান পা ভেঙে ফেলেন।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘অশান্তি সৃষ্টির অপচেষ্টা’, ‘বিশৃঙ্খলার’ প্রতিবাদ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে ছাত্রদল ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল।