পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্যে নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার খেলার মাঠে বোরো ধানের বীজ বপন করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সহকারী মৌলভী জাকির হোসেনের বিরুদ্ধে।
সংশ্লিষ্টরা জানান,জেনারেল জাকির হোসেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি। গত সপ্তাহে তিনি মাদ্রাসার মাঠে ধানের বীজ বপন করেছে। এগুলো পরিপক্ব হয়ে চারা রোপণ করতে তিনমাসের বেশি সময় লাগবে। ঐ গ্রামে আর কোনো খেলার মাঠ না থাকায় শিক্ষার্থী ও স্থানীয় কিশোরদের খেলাধুলা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে করে শিক্ষার্থীদের ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সুস্থ জাতি গঠনে খেলাধুলা শিক্ষার অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং শিক্ষাগতভাবে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা। তাই স্থানীয়দের দাবি মাঠটিকে বাচ্চাদের খেলার উপযোগী করে তোলা হয়।
অভিযুক্ত সহকারী মৌলভী জানান, বৃষ্টির পানি জমে থাকায় তিনি মাঠে ধানের বীজ বপন করেছে।শিক্ষার্থীদের সমস্যা হলে সরিয়ে ফেলবেন বলেও জানান তিনি।
বাউফল উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসার মো.নুরনবী বলেন,মাদ্রাসা পরিদর্শন করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।