1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জামায়াতের সমাবেশ ঘিরে ৪ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩২ লাখ টাকা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শুধু সরকার পতন নয়, ব্যবস্থারও বদল চাই -জুলাই ঘোষণায় ড. ইউনূস পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চা দোকানি নিহত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে সরলো দণ্ডিত নেতাদের ছবি ছাত্র জনতার বিজয়ের এক বছর পূর্তিতে শ্যামনগরে বিএনপির বিজয় মিছিল পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলমাকান্দায় চা দোকানি খুন বিশ্বাস, বিনয় ও নিষ্ঠাবান ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জুয়েল শর্মা অন্তর  গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা শেখ হাসিনার প্রতীকী ফাঁসি: এক বছরে বিচার শেষের আহ্বান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল, স্বপদে বহিষ্কৃতরাও নিরাপত্তাহীনতায় পুড়ছে শ্রমিকের জীবন: তামিশনা গ্রুপে ছয় মাসে পাঁচ দুর্ঘটনা

জামায়াতের সমাবেশ ঘিরে ৪ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩২ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২১ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে দলটি ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে। এসব ট্রেনের জন্য দলটি রেল কর্তৃপক্ষকে প্রায় ৩২ লাখ টাকা পরিশোধ করেছে, যা আগামই প্রদান করা হয়।

শনিবার (২০ জুলাই) অনুষ্ঠিতব্য এ সমাবেশকে কেন্দ্র করে কোনোটি শুক্রবার রাতেই এবং কোনোটি শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ওই রাতেই ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। দলটির রাজশাহী মহানগর শাখা ‘মধুমতি এক্সপ্রেস’ নামে ১১ বগির একটি বিশেষ ট্রেনের জন্য ১২ লাখ ৬ হাজার ৩৪৯ টাকা পরিশোধ করেছে। ট্রেনটি আজ রাত ১টায় রাজশাহী থেকে যাত্রা করে সমাবেশ শেষে শনিবার রাত সোয়া ৮টায় ঢাকায় থেকে ফিরে যাবে।

সিরাজগঞ্জ থেকেও একটি বিশেষ ট্রেন ছুটবে শনিবার সকাল ৬টায় এবং ফেরার সময় নির্ধারিত হয়েছে রাত ১১টা ৫৫ মিনিটে। একইভাবে চট্টগ্রাম থেকে একটি ১,০৩০ আসনবিশিষ্ট ট্রেন শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকা রওনা দিয়ে পরদিন রাত সাড়ে ১১টায় ফিরে যাবে। এর জন্য জামায়াতকে দিতে হয়েছে আরও প্রায় ১২ লাখ টাকা।

এ ছাড়া ময়মনসিংহ থেকে শনিবার সকাল ৬টায় ১২ বগির একটি ট্রেন ছাড়বে, যার জন্য অলস পড়ে থাকা একটি ইঞ্জিন পুনরায় ব্যবহার করা হচ্ছে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ ট্রেন ভাড়া করতে সাধারণ আসনের জন্য ১০ শতাংশ ও এসি আসনের জন্য ২০ থেকে ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া গুনতে হয়।

ট্রেন ভাড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জেরে রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জামায়াতকে ট্রেন ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন হয়নি। অতীতে অন্য রাজনৈতিক দলগুলোকেও একইভাবে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় বলেছে, এসব ট্রেন পরিচালনার কারণে নিয়মিত যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন না, কারণ এগুলো সাপ্তাহিক বন্ধের দিন পরিচালিত হচ্ছে। ভাড়া নেওয়া হয়েছে বাণিজ্যিক বিবেচনায়, রাজনৈতিক নয়। এমনকি ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে একই নীতি অনুসরণ করে ট্রেন বরাদ্দ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews