বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জাতীয় সমাবেশে বক্তব্য চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে দুইবার মঞ্চে ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।
সমাবেশে বক্তব্য শুরুর পরপরই তিনি বলেন, “আরও একটি লড়াই আসছে—একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির মূলোৎপাটন করতে হবে।” এর কিছুক্ষণ পরই তিনি প্রথমবার মঞ্চে ঢলে পড়েন। নেতাকর্মীরা তাকে ধরে দাঁড় করালে আবার বক্তব্য শুরু করেন তিনি।
তবে কিছু সময় পর আবারও মঞ্চে পড়ে যান জামায়াত আমির। পরে মঞ্চে বসেই সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এ সময় নেতাকর্মীরা তাকে ধরে রাখেন এবং মাইকে উপস্থিত জনতাকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশ শুরু হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাইফুল্লাহ মানসুর এবং পরিবেশনায় ছিলেন সাইমুম শিল্পী গোষ্ঠী।
দুপুর সোয়া ১২টায় সমাবেশস্থলে উপস্থিত হন ড. শফিকুর রহমান। তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান নেতাকর্মীরা। তিনি হাত নেড়ে সাড়া দেন।