যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বাংলাদেশের তৈরি পোশাকে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
অন্যদিকে, ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই ঘোষণার পরই ভারতের পোশাক বাজারের শেয়ারে বড় ধরনের দরপতন ঘটেছে। নতুন এই শুল্ক আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হবে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ ইংরেজি-র প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১ আগস্ট) এই ঘোষণার পর ভারতের পোশাক বাজারের বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্য কমে যায়। এরমধ্যে কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ এবং পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩.৭ শতাংশ কমেছে। এর পাশাপাশি, অলোক ইন্ডাস্ট্রিজ, গোকুলদাস এক্সপোর্ট, কিটেক্স গার্মেন্টস এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ারের দামও কমেছে।
এর আগে গত মাসে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হলে ভারতের বাজার তুলনামূলকভাবে এগিয়ে ছিল এবং সেই সময়ে দেশটির পোশাকের শেয়ারের দামও বেড়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে পরিস্থিতি পাল্টে গেছে।
ভারত দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার দখলের চেষ্টা করে আসছে। কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এই বাজারে অনেকটাই এগিয়ে আছে।
ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের কারণে দেশটির রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে টেক্সটাইল এবং উচ্চ-মূল্যের ইলেকট্রনিক্স খাতে। এতে যুক্তরাষ্ট্রর বাজারে ভারতের পণ্য মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের নতুন বাণিজ্য চুক্তির ফলে দেশটির পণ্যে শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তেল অন্বেষণেও চুক্তিবদ্ধ হয়েছে।