খুলনা প্রতিনিধি।
তিন মাসের শূন্যপদ শেষে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে ছয় দফা শর্তের মধ্যে রয়েছে বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা গ্রহণ, অবসর-পরবর্তী সময়েও মেয়াদ পূর্ণ করা এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ অনুযায়ী দায়িত্ব পালন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
গত ২ মে থেকে উপাচার্য ছাড়া চলছিল বিশ্ববিদ্যালয়টি। আর্থিক ক্ষমতা না থাকায় রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রারের পক্ষে গত তিন মাসের বেতন ও ঈদুল আজহার বোনাস পরিশোধ সম্ভব হয়নি, যা কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি বাড়িয়েছে।