শৈলকুপা সংবাদদাতা।
ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধলহরাচন্দ্র ইউনিয়নের হুদাকুশোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বরযাত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পর বিএনপি নেতা লাল্টু মোল্লার নেতৃত্বে একদল ব্যক্তি বিয়ে বাড়িতে হামলা চালায়। তারা নারী-পুরুষদের মারধর ও বাড়িঘরে ভাঙচুর করে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী রিয়াজুল ইসলাম জানান, তার চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি হওয়ায় এবং বিয়ের অনুষ্ঠান করায় এই হামলা চালানো হয়।
তবে শৈলকুপা থানার এসআই তামিম রহমান বলেন, রাতের অন্ধকারে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।