বিডিটেলিগ্রাফ ডেস্ক।
গাজা সিটি দখলে নিতে নতুন করে অভিযান শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার (২০ আগস্ট) প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের অনুমোদনের পর দখল পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জেইতুন ও জাবালিয়া এলাকায় তীব্র হামলা চালানো হয়। এতে একদিনে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমাণ।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় সামরিক তৎপরতা বাড়িয়েছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধ দ্রুত শেষ করতে সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
গাজা সিটি দখল নিশ্চিত করতে ইতোমধ্যে ৬০ হাজার রিজার্ভ সেনা তলব করা হয়েছে। পাশাপাশি ২০ হাজার সেনার দায়িত্বের সময়সীমা বাড়ানো হয়েছে। পাঁচটি ডিভিশন এই অভিযানে অংশ নেবে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।