1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুপ্রিম কোর্টের রায়ে আট মামলায় জামিন, তবু কারাগারে ইমরান - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

সুপ্রিম কোর্টের রায়ে আট মামলায় জামিন, তবু কারাগারে ইমরান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৫ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীর অবকাঠামোতে হামলার আট মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট এই আদেশ দেন।

প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের দেওয়া রায়ে বলা হয়েছে, অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকলে ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দিতে হবে। তবে দুর্নীতির আল-কাদির মামলায় তিনি এখনও অভিযুক্ত থাকায় আপাতত মুক্ত হতে পারছেন না।

এর আগে লাহোর হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করলে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন। অবশেষে সর্বোচ্চ আদালত থেকে এই সিদ্ধান্ত আসে।

২০২৩ সালের মে মাসে ইমরান খানকে স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালান। ওই সময়ই তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা চলছে। পিটিআই জানিয়েছে, ইমরানের মুক্তির জন্য এখনও আল-কাদির মামলায় জামিন নেওয়া প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews