1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের নতুন প্যানেল ঘোষণা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চবিতে সংঘর্ষকে কেন্দ্র করে প্রশাসনের সিদ্ধান্ত কী? ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয় কুষ্টিয়া সীমান্তে ৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ ক্ষমতায় গেলে শক্তিশালী রাষ্ট্র গড়বে বিএনপি,দুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতারা জীবিকার তাগিদে ডাকাত আতঙ্ক উপেক্ষা করে সুন্দরবনে জেলেদের প্রবেশ শ্যামনগরে বেড়িবাঁধের অবৈধ নাইন্টি পাইপ অপসারণ করায় পাউবো কর্মকর্তা-কর্মচারীদের হুমকি পাকিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচ সেনা নিহত ৩৮ লাখ টাকার বিনিময়ে নথি হস্তান্তর, চাকরি হারালেন কর কমিশনার মিতু একই প্রতিষ্ঠানে টানা দু’বারের বেশি সভাপতি হতে পারবেন না কেউ

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের নতুন প্যানেল ঘোষণা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৫ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ নামে ৩ জনের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে ভিপি, জিএস ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। তবে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত করছে বলে জানা যায়। রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হচ্ছেন জান্নাতি বুলবুল, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহমুদুল হাসান (সাধারন সম্পাদক, বাংলাদেশ স্টাডি ফোরাম) এবং কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী তালহা নেগাবান।

ভিপি প্রার্থী জান্নাতি বুলবুল বলেন, আগামী ২৬ আগষ্ট মনোনয়ন চূড়ান্ত হবার পর আমরা পূর্ণাঙ্গ প্যানেল আপনাদের সামনে উপস্থাপন করব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু কেন্দ্রীয় সংসদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে সম্মিলিত ছাত্র ঐক্য পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত করছে। আমরা মনে করি, সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কমিটমেন্ট এবং বিশ্বাস।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বোপরি দেশের প্রতি আমরা যে অঙ্গীকার ব্যক্ত করেছি, তার প্রতিটি শব্দ এবং তার অন্তর্নিহিত তাৎপর্য আমরা বিশ্বাস করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৩ সালে ৩ জন মিলে সিরাজুল আলম খানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিল যাদের নেতৃত্বে পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়েই স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল, পল্টন ময়দানে পাঠ করা হয়েছিল স্বাধীনতার ইশতেহার। ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের সূচনা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক শিক্ষার্থীর হাত ধরেই যা পরবর্তীতে এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানে রূপ নেয়।জান্নাতি বুলবুল ৭ দফা অঙ্গীকারের ঘোষণা দেয়।

১. ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

২. সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ। ৩. শিক্ষার্থীদের স্বার্থবিরোধী আদিপত্য, লেজুড়বৃত্তি ও রাজনৈতিক দাপটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা। ৪. গেস্টরুম নির্যাতন, সন্ত্রাস, দলবাজি, চাদাবাজি মুক্ত বৈষম্যহীন ক্যাম্পাস গঠন।

৫. শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিত করা। ৬. প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রসাশনের তত্ত্বাবধানে হলে বৈধ সীট বরাদ্দ নিশ্চিত করা। ৭. শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা ও বরাদ্দ নিশ্চিত করা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews