বিদেশে কর্মসংস্থানের দিক থেকে বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ বৃহত্তম প্রবাসী শ্রমিক প্রেরণকারী দেশ। একই সঙ্গে, গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অনিয়মিত পথে প্রবেশকারীদের ক্ষেত্রেও বাংলাদেশ শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে।
অভিবাসন বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক কারণ ছাড়াও সুশাসনের ঘাটতি ও সামাজিক নানা সমস্যার কারণে অনেক বাংলাদেশি দেশ ছাড়ার চেষ্টা করেন, আর এতে দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, “কোনো দেশ চাইলে অনথিভুক্ত মানুষকে ফেরত পাঠাতে পারে। তবে সেই প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবিক হতে হবে।”
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের শিকল ও হাতকড়া পরিয়ে দীর্ঘসময় আটকে রাখা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের মতো দেশ অন্তত এভাবে কাউকে ফেরত পাঠাতে পারে না।
এ বিষয়ে বাংলাদেশের সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের অমানবিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো রোধে যুক্তরাষ্ট্রের কাছে যথাযথ বার্তা দেওয়া উচিত।