কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ইউনিয়নে এক খোকসার গাছে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ ওঠায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল ৭টার দিকে এক শিশু সাপটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। পরে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা বন বিভাগের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে অফিসে নিয়ে যায়। আলোচনা শেষে সেটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার কথা জানানো হয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, বনজঙ্গল না থাকলেও সাপটি পাশের ধরলা নদী থেকে উঠে আসতে পারে। গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী জানান, উদ্ধার হওয়া অজগরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং বয়স আনুমানিক ১০ বছর।