বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী রফতানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সনদ, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্স জমা দিতে হবে।
প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের আগে যারা আবেদন করেছেন তাদেরও পুনরায় আবেদন করতে হবে।