প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার মাগুরায় রেলওয়ে প্রকল্প ও কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দলে মতপার্থক্য থাকাই স্বাভাবিক, তবে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে।
পরিদর্শনকালে কবির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রেলওয়ে প্রকল্পের কারণে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রকল্প কর্মকর্তারা পরিবারকে আশ্বস্ত করেছেন যে বসতভিটা অক্ষত থাকবে।