‘রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা’ প্রতিপাদ্যে শেষ হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ডিবেটিং ক্লাবের আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব-২০২৫। ১২-২০ সেপ্টেম্বর তিন ধাপে অনুষ্ঠিত এ উৎসবে ইংরেজি ও বাংলা—দুই বিভাগে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা হয়।
ইংরেজি বিভাগের ওপেন ব্রেকে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (জিওডি) দল, রানার্স আপ আইইউবি। নোভিস বিভাগে ব্র্যাক বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, বিইউপি রানার্স আপ। বাংলা বিভাগের আন্তঃস্কুল পর্যায়ে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রানার্স আপ। স্কুল-কলেজ পর্যায়ে বিএএফ শাহীন কলেজ, ঢাকা চ্যাম্পিয়ন ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ রানার্স আপ।
আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চ্যাম্পিয়ন ও আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়।প্রতিযোগিতায় ১৪০ জন বিচারক দায়িত্ব পালন করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুন নূর তুষারসহ বিভিন্ন শিল্প ও পেশাজগতের প্রতিনিধিরা।
বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি এসএম আলভী সালমান জানান, এবারের প্রতিপাদ্য ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে করা হয়েছে। সমাপনীতে বুনন ৪.০ ম্যাগাজিন উন্মোচনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা নামে।