নিজস্ব প্রতিনিধি।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা কারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হুদা।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৯শে সেপ্টেম্বর রাত দেড়টার দিকে উপজেলার খাগড়াঘাট গ্রামের বাসিন্দা ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তার পরিবার সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় তিনি ও তার পরিবার গুরুতরভাবে আহত ও ক্ষতিগ্রস্ত হন। এটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়; বরং মানবাধিকার, আইনের শাসন এবং সমাজের শান্তি-শৃঙ্খলার উপর এক জঘন্য আঘাত। এ ধরণের ঘটনা যদি কঠোর হাতে দমন করা না হয় তবে সমাজে অরাজকতা বিস্তার লাভকরবে, সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে এবং অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
সংবাদ সম্মেলনে অবিলম্বে এ হামলার সাথে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত ও গ্রেফতার, দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, ভুক্তভোগী পরিবারকে যথাযথ নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহ হামলাকারীরাদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।