বিডিটেলিগ্রাফ ডেস্ক।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। এর অংশ হিসেবে রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় চালানো বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ওই এলাকার কয়েকটি বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়।
হামলার পর ধ্বংসস্তূপ সরিয়ে অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে স্থানীয় পরিবারগুলো আশঙ্কা করছে, এখনও অন্তত ৫০ জন ভেতরে আটকা রয়েছেন। তাঁদের দাবি, ধ্বংসস্তূপের নিচ থেকে কণ্ঠস্বর শোনা যাচ্ছে। উদ্ধার প্রচেষ্টায় থাকা এক ব্যক্তি জানান, ইসরায়েলি ড্রোন উদ্ধারকর্মীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। তাঁর ভাষায়, “প্রতি পাঁচজন উদ্ধারকর্মীর মধ্যে চারজন মারা যাচ্ছেন, একজন কোনোভাবে ফিরে আসতে পারছেন।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজার ২৮৩ জন নিহত এবং ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
শুধু সাবরা নয়, একই দিনে ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটির পশ্চিমের শাতি শরণার্থী শিবির, দক্ষিণ-পশ্চিমের তাল আল-হাওয়া, নাসর জেলার লাভাল টাওয়ার এবং বুরেইজ শরণার্থী শিবিরও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বুরেইজ শরণার্থী শিবিরে হামলায় আরও সাতজন নিহত হন, যাদের মধ্যে চারজন শিশু। ওয়াফা সংবাদ সংস্থা চিকিৎসা সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, রবিবার ভোর থেকে একদিনে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।
ফিলিস্তিনিদের দাবি, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে বাড়িঘর উড়িয়ে দিয়ে গাজা সিটি দখল ও জোরপূর্বক বাস্তুচ্যুতির চেষ্টা করছে।