মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জ সদরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় এক ফ্ল্যাট বাসা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দরজা ভেঙে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—শিখা আক্তার, তার দুই বছর বয়সী কন্যা সাইফা আক্তার এবং আট বছর বয়সী ছেলে আরাফাত ইসলাম আলভি। শিখা ছিলেন মালয়েশিয়া প্রবাসী শাহিন আহমেদের দ্বিতীয় স্ত্রী। আলভি শাহিনের প্রথম স্ত্রীর সন্তান।
প্রতিবেশীরা জানান, সকালে বিদ্যুৎ বিল চাইতে তাদের দরজায় নক করলেও কোনো সাড়া মেলেনি। একাধিকবার চেষ্টা করেও সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে জানানো হয়। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে।
পুলিশ জানায়, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, দুই শিশুর মরদেহ ফ্লোরে পড়ে আছে এবং শিখার মরদেহ খাটের উপর। ঘটনাস্থলে একটি বিষের বোতলও উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণে শিখা আক্তার দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।