সিলেট প্রতিনিধি।
সিলেটে পারিবারিক কলহের জেরে মনসুর ইসলাম (রিকশাচালক) নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মিরাবাজার সেবক আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মনসুর ইসলাম জয়পুরহাট জেলার জামিউল ইসলামের ছেলে। পুলিশ জানায়, সোমবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মঙ্গলবার সকালে তিনি রিকশা নিয়ে মেইন রোডে গিয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় একটি রিকশা, পেট্রলের বোতল ও লাইটার উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “পারিবারিক দ্বন্দ্বের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।