এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চমকপ্রদ বোলিংয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক জাকের আলি। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে খেলছেন না।
বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন আনা হয়। দীর্ঘদিন পর দলে ফেরেন পেসার তাসকিন আহমেদ ও অফ স্পিনার শেখ মেহেদি হাসান। এছাড়া জায়গা পান ব্যাটার নুরুল হাসান। বাদ পড়েছেন সাইফ উদ্দিন, নাসুম আহমেদ ও তানজিদ হাসান।
ম্যাচের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এ উইকেটের মাধ্যমে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। পরের আঘাত দেন শেখ মেহেদি হাসান। মিড অনের ওপর দিয়ে খেলার চেষ্টায় ধরা পড়েন সাইম আইয়ুব, যিনি চলতি আসরে চতুর্থবার শূন্য রানে ফিরলেন। এটি তার ক্যারিয়ারের নবম ডাক।
এরপর আক্রমণে আসেন রিশাদ হোসেন। প্রথম ওভারেই তার শিকার হন ফখর জামান। লং অফে ক্যাচ দেন ১৩ রানে থাকা এই ওপেনার।
৭ ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় ৩ উইকেটে ২৯। তখন ক্রিজে ছিলেন অধিনায়ক সালমান আলি আগা ও হুসাইন তালাত।