বিদ্যুৎ ও পানি সংকটের জেরে টানা বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হওয়ার পর মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সোমবার সরকার ভেঙে দিয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সহিংসতায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। রাজধানী আন্তানানারিভোতে তরুণ প্রজন্মের নেতৃত্বে হওয়া বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলি ব্যবহার করে। হতাহতের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্যকে ‘গুজব’ আখ্যা দিয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা সরকারের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “বিদ্যুৎ বিভ্রাট ও পানি সরবরাহ সংকটের কারণে মানুষের যে কষ্ট ও ক্ষোভ সৃষ্টি হয়েছে তা আমি বুঝতে পারছি। জনগণের ক্ষোভ আমি শুনেছি এবং সেই যন্ত্রণাও অনুভব করেছি।” একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় এ বিক্ষোভে তরুণ-তরুণীরা সরকারের পদত্যাগের দাবি তোলে। আন্দোলনটি আফ্রিকার কেনিয়া ও এশিয়ার নেপালের জেন-জি নেতৃত্বাধীন আন্দোলন থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে।