ইসরায়েল সরকার সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত আর্মি রেডিও। শনিবার প্রকাশিত এ তথ্য অনুযায়ী, সেনাদের শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে নির্দেশ দিয়েছে। এর ফলে গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।
রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির অংশ।
অন্যদিকে, সেনাপ্রধান জেনারেল এয়াল জামির শুক্রবার রাতে শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে বিশেষ পর্যালোচনা সভা করেন। পরে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুসারে জিম্মিদের মুক্তির লক্ষ্যে ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।