1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুদ্ধাস্ত্র সরবরাহ করে ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে শক্ত রাখছে আন্তর্জাতিক সরবরাহ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
১৬ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমানের ফলাফল রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা: অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২০ যাত্রীর ৩৬ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন মিরপুরে পোশাক কারখানায় আগুন; মৃত্যু বেড়ে ১৬ দাঁড়িপাল্লা ঝুলানো নিয়ে পঞ্চগড়ে বিএনপি–জামায়াত সংঘাত,থানা ঘেরাও কেউ ভাবেনি এমন কিছু সম্ভব- গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রতিক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হবে-বাদশাহ আবদুল্লাহ অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে  অস্ত্র ও গুলি উদ্ধার পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না : সাবেক চেয়ারম্যান হযরত দেবহাটার এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণ

যুদ্ধাস্ত্র সরবরাহ করে ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে শক্ত রাখছে আন্তর্জাতিক সরবরাহ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

ফিলিস্তিনি গাজায় আগ্রাসন তৃতীয় বছরে পা দিয়েছে; এ অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের মধ্যে শিশু ২০ হাজারের বেশি। মৌলিক নাগরিক অবকাঠামোও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে—১২৫টি হাসপাতাল ও ক্লিনিক নষ্ট, গাজা উপত্যাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রায় ৯২ শতাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আবাসিক ও বাণিজ্যিক এলাকাও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। অনাহারে এপর্যন্ত ৪৫৯ জন মারা গেছেন, যার মধ্যে ১৫৪ শিশু। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে।

তারপরও ইসরায়েলকে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করে চলেছে একাধিক দেশ ও প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান। Ան্যাশ্চর্যভাবে ২০২০–২০২৪ সময়কালে ইসরায়েলের অস্ত্র আমদানি-এর বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে; ইতালি ও যুক্তরাজ্যও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই সরবরাহ-নেটওয়ার্কের গতিবিধি বর্ণনা করা হয়েছে।

বিশ্লেষকদের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ২০২০–২০২৪ সময়কালে ইসরায়েলের মোট অস্ত্র আমদানি-এর প্রায় দুই-তৃতীয়াংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি বার্ষিক $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে (২০২৮ পর্যন্ত চলবে) এবং সংঘাতের প্রথম বছরে সরাসরি $6 বিলিয়ন গোলাবারুদ পাঠানো হয়েছে। অনুমোদিত চুক্তিসহ এই পরিমাণ বিশ্লেষকদের ধারণা অনুযায়ী ২২ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছতে পারে। মার্কিন চুক্তির মধ্যে রয়েছে অ্যাটাক হেলিকপ্টার, শহরীয় যুদ্ধ পরিচালনায় উপযোগী যান (প্রায় $1.9 বিলিয়ন চুক্তি) ও স্পেয়ার পার্টস-এর বড় সরবরাহ—এছাড়া কংগ্রেস ২০২৫ সালে দুটি বড় চুক্তি অনুমোদন করেছে: $8 বিলিয়ন$7.4 বিলিয়ন মূল্যমানের সরবরাহ, যেগুলো ২০২৫–২০২৮ সময়ে বাস্তবায়িত হবে। আমেরিকান প্রতিরক্ষা জায়ান্টগুলো যেমন বোয়িং, লকহিড মার্টিন, রেথিয়ন, নর্থথ্রপ গ্রুম্যান প্রভৃতি সরবরাহে সক্রিয়।

জার্মানির অবদানও বড়—সিপ্রির তথ্য অনুযায়ী ২০২০–২৪ সময়ে ইসরায়েলের আমদানির প্রায় এক-তৃতীয়াংশ অন্দরভুক্ত; বার্লিন ২০২৩ অক্টোবর থেকে ২০২৫ মে পর্যন্ত €485 মিলিয়ন রপ্তানির অনুমোদন দিয়েছে। প্রধান সরবরাহের মধ্যে রয়েছে নৌফ্রিগেট, টর্পেডো ও রাইনমেটালের ১২০ মিমি ট্যাংক গোলা, যেগুলো ভূ-অভিযানে ব্যবহৃত হয়েছে বলে প্রতিবেদনে ইঙ্গিত আছে। রাইনমেটালের বিক্রি ২০২৪ সালে ৫৮% বেড়েছে—এমন তথ্যও প্রতিবেদনে দেওয়া হয়েছে।

ইতালি ও যুক্তরাজ্যও সরবরাহকারীর তালিকায় আছে; ইতালি ২০২০–২৪ সময়কালের মোট আমদানি-র প্রায় ১% যোগ করেছে এবং ২০২৪ সালে মোট €5.2 মিলিয়ন রপ্তানি করেছে। যুক্তরাজ্য কিছু লাইসেন্স স্থগিত করলেও অনেক লাইসেন্স বহাল রেখেছে, এবং ২০২৫ সালের আগস্টে চ্যানেল-৪ জানিয়েছে ব্রিটেন থেকে ইসরায়েলে ১ লাখ ১০ হাজার গুলি পাঠানো হয়েছে।

এই তালিকায় আছেন অন্যান্য দেশ ও বেসামরিক খাত-ভিত্তিক কোম্পানির নামও—ফ্রান্সের সাফরান (বিমান ইঞ্জিন অংশ), দক্ষিণ কোরিয়ার হুনিড টেকনোলজিস (ওয়্যারিং হারনেস ও ককপিট সিস্টেম) ইত্যাদি—যারা সরবরাহের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধক্ষমতা ধরে রাখতে ভূমিকা রাখছে।

সংক্ষেপে, গাজায় প্রাণহানির সংখ্যা বাড়ার মধ্যেই একটি বিস্তৃত আন্তর্জাতিক অস্ত্র-সরবরাহ নেটওয়ার্ক ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে সচল রাখছে; ফলে অভিযোগ ও নিন্দা সত্ত্বেও যুদ্ধযন্ত্রের কার্যকারিতা প্রায় অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews