দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব গণসংযোগ করেছেন।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে দৌলতপুরের গণমানুষের সাথে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি। দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক এ সদস্য গণসংযোগকালে বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার দিনব্যাপী তিনি উপজেলার আড়িয়া, খলিষাকুন্ডি, বোয়ালিয়া ও আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি স্থানীয় বাজার সমুহে পথ সভায় আগামী নির্বাচনে সৎ, যোগ্য,সাহসী, পরিচ্ছন্ন এবং দলের জন্য নিবেদিত প্রার্থীকে বেছে নেবার আহবান জানান।
এসময় দৌলতপুর উপজেলা ছাত্রদল নেতা বিল্লাল হোসন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।