দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতা বৃদ্ধির দাবীতে রাজধানী ঢাকায় শিক্ষদের আন্দোলন চলাকালে শিক্ষকদের উপর পুলিশী হামলা ও নির্যাতনের প্রতিবাদে দৌলতপুরের শিক্ষক সমাজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার বেলা ১১ টায় দৌলতপুরের সর্বস্তরের শিক্ষক সমাজ দৌলতপুর গার্লস কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দৌলতপুর উপজেলা চত্বর শহীদ মিনারে পৌছে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ রেজাউল করীম, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আনারুল ইসলাম প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বরকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য শিক্ষকদের আন্দোলন চলার কারণে উপজেলার সকল বে-সরকরী শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার থেকে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।