মনিরামপুর প্রতিনিধি।
যশোর-৫ (মনিরামপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমেছেন। বিএনপির একাধিক নেতার পাশাপাশি ইসলামপন্থী বিভিন্ন দলের একক প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
বিএনপির প্রার্থিতার লড়াইয়ে রয়েছেন আটজন নেতা—আলহাজ্জ্ব অ্যাড. শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন, ইফতেখার সেলিম অগ্নি, আসাদুজ্জামান মিন্টু, অ্যাড. এম এ গফুর, জাহানারা সিদ্দিকী, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, এ বি এম গোলাম মোস্তফা তাজ ও কামরুজ্জামান শাহিন। সম্প্রতি এ আটজন ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় অংশ নেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী থেকে অ্যাড. গাজী এনামুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জয়নাল আবেদীন টিপু মাস্টার এবং খেলাফত মজলিস থেকে মাওলানা তবিবর রহমান একক প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত, এবি পার্টির মো. হাবিবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মেজর মোস্তফা বনি-ও এলাকায় সীমিত পরিসরে কাজ চালিয়ে যাচ্ছেন।
মনিরামপুর আসনটি একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ২৮৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ১৪১ ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ১৪০ জন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ মাঠে না থাকায় প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে। ফলে এখনো আলোচনার কেন্দ্রবিন্দু—ধানের শীষের প্রার্থী কে হচ্ছেন।