ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৬৪ জেলার মধ্যে একটি জেলায় কোনও আসনেই প্রার্থী দেয়নি বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি ২৩৭ আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ২৬টি জেলায় সব আসনে প্রার্থী থাকলেও ৩৮টি জেলায় ৬৩টি আসনে কোনও প্রার্থী নেই। বিশেষভাবে, বাগেরহাট জেলার তিনটি আসনেই কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। দলের প্রকাশিত তালিকায় ওই আসনগুলোর ঘর ফাঁকা রাখা হয়েছে।
এর আগে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা আলোচনার পরই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেসব জায়গায় আঞ্চলিক জোট, স্বাধীন প্রার্থী বা বিকল্প প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।