বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে এক বিরল ঘটনা ঘটেছে—সাপের কামড় খেয়ে পাল্টা সাপকেই কামড়ে মেরে ফেলেছেন এক কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পাতলি গ্রামের ২৮ বছর বয়সী কৃষক পুণিত ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় একটি কালো কোবরা তার সামনে এসে পায়ে জড়িয়ে ধরে কামড় বসায়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত না হয়ে পুণিত রাগে সাপটিকে ধরে মাথায় কামড়ে দেন। এতে ঘটনাস্থলেই মারা যায় সাপটি।
পরবর্তীতে গ্রামবাসীরা আহত পুণিতকে উদ্ধার করে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম ইনজেকশন দেন এবং পর্যবেক্ষণে রাখেন।
পুণিত পরে সাংবাদিকদের বলেন, “সাপকে কামড়ানো খুব বিপজ্জনক কাজ। সামান্য বিষ মুখে গেলে আমি হয়তো বেঁচে ফিরতাম না।”
স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে তারা ঘটনাটি বিশ্বাস করতে পারেননি। পরে মাঠে গিয়ে মৃত কোবরা সাপটি দেখতে পান। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রতিক্রিয়া কখনোই গ্রহণ করা উচিত নয়।