বিডিটেলিগ্রাফ ডেস্ক।
অধিকৃত পশ্চিম তীরে গত অক্টোবর মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কমপক্ষে ২৬৪টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ২০০৬ সালে জাতিসংঘ এই ধরনের তথ্য রেকর্ড করা শুরু করার পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার সংখ্যা।
শুক্রবার (৭ নভেম্বর) জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (OCHA) জানায়, এসব হামলায় হতাহত ও সম্পত্তির ক্ষতি হয়েছে। গড়ে প্রতিদিন আটটি করে হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
জাতিসংঘের তথ্যমতে, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ৯ হাজার ৬০০টিরও বেশি আক্রমণ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০টি হামলা সংঘটিত হয়েছে চলতি বছরেই, যা মোট হামলার প্রায় ১৫ শতাংশ।
পশ্চিম তীরে বর্তমানে প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি এবং পাঁচ লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি স্থাপন অবৈধ হলেও ইসরায়েল এই অবস্থানের বিরোধিতা করে আসছে।
জাতিসংঘ আরও জানিয়েছে, ২০২৫ সালে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৪২ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে—অর্থাৎ নিহত প্রতি পাঁচজনের মধ্যে একজন শিশু।