নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে ঐক্যের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (৮ নভেম্বর) বিকালে শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন। এসময় তারা বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমতুল্লাহ পলাশ।
শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আকতারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য জি.এম লিয়াকত আলী, সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, জহুরুল হক আপ্পু প্রমুখ।
সভায় অন্যান্য বক্তারাও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন ভেদাভেদ ভুলে সবাই যেন ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করে। এজন্য আগামী নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে জয়যুক্ত করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।