বিডিটেলিগ্রাফ ডেস্ক।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি ইসরায়েলি গণমাধ্যমকে উদ্ধৃত করে জানায়, যুক্তরাষ্ট্র গাজার সীমান্তে একটি বড় সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটি নির্মাণে ওয়াশিংটন প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করতে পারে এবং সেখানে ১০ হাজারের বেশি সেনা ও ভারী অস্ত্র মোতায়েনের বিষয়ও ভাবা হচ্ছে।
রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চাইছে ওই ঘাঁটি পরিচালনায় ইসরায়েলের সরাসরি অংশগ্রহণ না থাকুক। গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সম্ভাব্য স্থানের বিষয়ে আলোচনা করেছে বলে ওই সূত্র জানিয়েছে।
একই রিপোর্টে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের জন্য বাড়ি-ঘর নির্মাণের পরিকল্পনাও আছে; তবে সেখানে বাস করার জন্য বাছাই করা লোকদের ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর বিরোধী হতে হবে — এমন শর্ত থাকতে পারে।
প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে যে, গত সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির ২০ দফা প্রস্তাব দেন এবং যখন ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী ও ইসরায়েল তা মেনে নিলে ৯ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। প্রতিবেদনে আরও ইঙ্গিত দেয়া হয়েছে, এপ্রিলে ট্রাম্প একটি গোপন পরিকল্পনা করেছিলেন; গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে সেখানে আবাসন প্রকল্প গড়ার কর্মসূচি নিয়েছিলেন—যা তৎকালীনভাবে আরব ও মুসলিম বিশ্বের মধ্যে ব্যাপক সমালোচনা ডেকে এনেছিল।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা ও চাপ কমাতে কিংবা পরিস্থিতি থেকে দৃষ্টি সরাতে এমন পরিকল্পনা সামনে আনা হতে পারে। রিপোর্টে এমন মন্তব্য উল্লেখ করা হলেও, এসব পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা এখনো করা হয়নি।