বিডিটেলিগ্রাফ ডেস্ক।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পাঠ্যবইসহ সকল পাঠ ও পঠনপর্ব থেকে তাঁর জীবনকথা-ইতিহাস সরিয়ে দিয়ে মওলানা ভাসানীকে ভুলিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র ৫ আগস্টের মত এখানো বিদ্যমান। ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ১৭ নভেম্বর বিকেলে ‘মওলানা ভাসানীর রাজনীতি এবং নীতির জীবন’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতির সামনে এখন কেবলই অন্ধকার। একদিকে ২১ ট্রিলিয়ন ডলারের ঋণ; অন্যদিকে ভারসাম্যহীন সরকারের ব্যয় আমাদেরকে ক্রমশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, মওলানা ভাসানীর মত সৎ-নীতিবান নেতার আজ খুব বেশি প্রয়োজন। সেই প্রয়োজনের কথা ভুলে যদি দেশ পরিচালনার নামে মানুষের সাথে প্রতারণার আশ্রয় নেয়; তাহলে আইন-শৃঙ্খলার চরম অবনতি নিশ্চিত। সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা প্রমুখ। এসময় মোমিন মেহেদী আরো বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা থেকে জুলাই চেতনা ব্যবসায়ীদের পালাবদল পেয়েছে। বিনিময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়েছে, দুর্নীতি বেড়েছে, ছাত্র-যুব-জনতার নিরাপত্তাহীনতা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, ফেইক ধর্মীয় নেতা বেড়েছে, কমেছে মানুষের জীবনের দাম। নির্বাচনের রাজনৈতিক খেলায় আমজনতার দ্রব্যমূল্য বেড়েই চলেছে, কিন্তু তা নিয়ে মোটেই মাথা ব্যথা নেই ইউনূস সরকারের। তারা আরো ৫০ বছর ক্ষমতায় থাকবার স্বপ্নে বিভোর হয়ে আছে। ছাত্র শিবির-জামায়াতের মত যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠি ৩০ লক্ষ হত্যাকাণ্ড আর ২ লক্ষ ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে দিনে-রাতে ৮৬৫ হত্যাকাণ্ডকে সামনে রেখে তুলনা নির্ধারণ করবার চেষ্টা করে যাচ্ছে।