খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনকারীদের মধ্য থেকে ১০৩ জনের ২৩৯ আবেদন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনকারীদের আবেদন যাচাইকালে পরিলক্ষিত হয় যে, একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন। অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা/ ব্যক্তিগত/অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন/বিকৃত করে একই পদে একের অধিক আবেদন করেছেন।
নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮ এর ‘ঙ’ শর্তে “কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। এতে আরও বলা হয়, একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।”
উল্লেখ থাকায় সহকারী উপখাদ্য পরিদর্শক পদে মোট ৬,১১,৩৯৮টি আবেদনের মধ্যে ১০২ জন আবেদনকারীর ২৩৮টি আবেদন এবং ১ জন আবেদনকারী অনলাইন আবেদনে ছবি এবং স্বাক্ষর যুক্ত না করায় তার আবেদনসহ মোট ১০৩ জনের ২৩৯টি আবেদন (সংযুক্ত তালিকা) বাতিল করা হলো।