পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দ্রুত কার্যকর না হলে দেশের মানুষ ন্যায়বিচার পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘এটা কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের বিচার।’রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড থেকে বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এনসিপির এ গণসমাবেশ শুরু হয়।
তিনি বলেন, ‘শুধু শেখ হাসিনা নন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী দলগুলোকেও বিচারের আওতায় আনতে হবে।’
তিনি সতর্ক করে আরও বলেন, ‘নির্বাচনের আগে জাতীয় পার্টিকে পুনর্বাসনের যে ষড়যন্ত্র হচ্ছে, জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।’
ভারত সরকারের ভূমিকার সমালোচনা করে নাহিদ বলেন, ‘যদি ভারত সত্যিই সুসম্পর্ক চায়, তবে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।’
তিনি ভারতীয় তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গণহত্যার অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে আশ্রয় না দেওয়ার দাবি তুলতে হবে।’
এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘গুম, দমন-পীড়ন ও সহিংসতাসহ সব মামলার বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে এবং নির্বাচন-পরবর্তী সরকারকে এসব বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার জানাতে হবে।’
এ সময় ন্যায়বিচার ও সংস্কারের দাবিতে সকল গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।