1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

অভয়নগরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) প্রতিনিধি ।

যশোর-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের পক্ষে নির্বাচনী জনসভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। শিল্পনগরী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌর বিএনপির সহসভাপতি শাহ জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।

সমাবেশে বক্তব্য রাখেন—অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন লিপু, সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম, বিএনপি নেতা এস এম মুজিবুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুলু, অভয়নগর থানা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পপলু, থানা যুবদলের আহ্বায়ক বাকীউজ্জামান রানা, সদস্যসচিব আল মামুন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা ও যুবদল নেতা আতাউর রহমান।

ধানের শীষ প্রতীক নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা–কর্মীরা সমাবেশস্থলে যোগদান করেন। হাইস্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জনসভাস্থল। নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নওয়াপাড়ায় সৃষ্টি হয় উৎসবমুখর ও নির্বাচনীয় আমেজ।

জনসভা শেষে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের নেতৃত্বে একটি বিশাল মিছিল নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews