সোমবার যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’কে আটক, প্রতিমা ভাচুর ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এদিন দুপুরে স্থানীয় চৌরাস্থা মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার অধিকারী,সাধারন সম্পাদক বাবলু সাহা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক প্রনয় সরকার,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্র নাথ বিশ্বাস,সাধারন সম্পাদক অসীম দাস,সন্তোষ মন্ডল প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেকে মুক্তির দাবি ও প্রতিমা ভাংচুরের নিন্দা জানানো হয়। সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল বাঘারপাড়ার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।