আধিপত্য বিস্তারকে করা নিয়ে মাগুরার জগদলে সংঘর্ষে দুই ভাইসহ পরিবারের চারজন নিহত হয়েছেন। এসময় আরোও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে মাগুরার জগদল ইউনিয়নে দুই ইউপি সদস্যপ্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের কর্মী- সমর্থকদের মধ্যে চলে আসা দ্বন্দ্বের জেরে আজ শুক্রবার বিকেলে সৈয়দ হাসানের সমর্থকদের ওপর প্রতিপক্ষ নজরুল সমর্থকরা অতর্কিত হামলা চালায় ।
এ সময় নজরুল সমর্থকরা সৈয়দ হাসানের সমর্থক সবুর মোল্যা (৫২), কবির মোল্যাকে (৫০) ও রহমান মোল্যা (৫৪)কে কুপিয়ে খুন করে। এর পরে সৈয়দ হাসানের সমর্থকরা ইমরান হোসেন (২৫) নামে নজরুল গ্রুপের একজন কে পাল্টা কুপিয়ে হত্যা করে। অভিযোগ করেন স্বজনরা।
জানা গেছে গত বুধবার (১৩ অক্টোবর) ওই এলাকার মনু নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করার জেরে আজ শুক্রবার এ সংঘর্ষ শুরু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।