বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা হাটের মাছ বাজার থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(১৬ অক্টোবর)সন্ধ্যার পরে স্থানীয় পথচারিরা মরদেহ টি দেখতে পান।পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয়ের মৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে বাজার এলাকায় ঘোরাঘুরি করে বেড়াতেন, তবে কেউ তাকে চিনেন না। শনিবার সন্ধ্যার পরে মাছ বাজারে জেলেদের মাছ বিক্রী করা একটি খাটের উপর্তেমৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, অজ্ঞাত মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে বলেও তিনি জানান।