মহেশপুরে ইউপি নির্বাচনের মোটরসাইকেল শোভাযাত্রার মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার পাঁশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত নুর মোহাম্মাদ(৭০) উপজেলার গোয়ালহুদা গ্রামের মরহুম আকবর মোল্যার ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার আগামী ইউপি নির্বাচনের এক সদস্য প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।এসময় শোভাযাত্রার এক মোটরসাইকেল চালক রাস্তার পাঁশে দাঁড়িয়ে থাকা নুরমোহাম্মাদ কে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা যান।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।