হবিগঞ্জের দুর্লভপুরে মঙ্গলবার জুয়া খেলার টাকা বন্টন নিয়ে গভীর রাতে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে । নিহতের স্বজনরা ওইদিন ভোরে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেন।
নিহত মো. সুরুজ আলী (৩৬) দুর্লভপুর গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, প্রতিদিন রাতেই সুরুজ আলী জুয়া খেলতেন। এদিন রাতেও দুর্লভপুর চৌমুহনীতে জুয়া খেলতে যান। খেলা চলার সময় অর্জিত টাকা ভাগাভাগি্র কথা নিয়ে অন্যদের সাথে বিবাদ বাঁধে । এসময় জুয়াড়িরা এক পর্যায়ে সুরুজ আলীকে পিটিয়ে খুন করে।
সদর মডেল থানার এসআই শরীফ আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মনিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত রিপোর্ট আসলে বিষয়টি জানা যাবে।