আগামীকাল বৃহস্পতিবার সাবেক প্রধান বিচারপতি এস,কে,সিনহাসহ ১১ জনের ঋণ জালিয়াতির মামলার রায় প্রদান করা হবে।
বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে এ রায় দেয়া হবে।
গত ৫ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন মামলার বিচারক ছুটিতে থাকায় আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেন।
গত ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ (দুদক) ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
আসামিদের মধ্যে কারাগারেরয়েছেন- মো. মাহবুবুল হক চিশতী, জামিনে আছেন- গাজী সালাহউদ্দিন, একেএম শামীম, মো. লুৎফুল হক, স্বপন কুমার রায়, নিরঞ্জন চন্দ্র সাহা ও মো. শাহজাহান।
পলাতক আছেন- সাফিউদ্দিন আসকারী,এসকে সিনহা, রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।
জানা গেছে , ঋণের নামে ৪ কোটি টাকা ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংক থেকে পে-অর্ডারের মাধ্যমে এসকে সিনহার নিজস্ব হিসাবে স্থানান্তরের অভিযোগে ২০২০ সালের ১০ জুলাই ১১ জনের নামে মামলা হয়।