সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার ও বীজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সার ও বীজ ব্যবস্থাপনায় অনিয়ম প্রমাণিত হলে পরিবেশকের লাইসেন্স বাতিলের হুশিয়ারী দেয়া হয়েছে।
অভয়নগর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা থেকে এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রজিবুল ইসলাম, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, সদস্য রবিউল ইসলাম, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, সার ও বীজ পরিবেশক আনিসুর রহমান, আব্দুল গণিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সার ও বীজ পরিবেশকবৃন্দ।