বালু বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কুড়িগ্রামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে কুড়িগ্রামের উলিপুর পৌরসভা এলাকার ২ নং ওয়ার্ডে উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত তানজিদ ইসলাম (১৬) পৌরসভার নিজাইখামার গ্রামের মৃত মো. বক্তার আলী ছেলে এবং বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে সাইকেলে করে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলে তানজিদ ইসলাম সাইকেল থেকে রাস্তায় থেকে ছিটকে পরে। এসময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ওই শিক্ষার্থী মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই শিক্ষার্থী।
প্রাথমিক অবস্থায় যুবকের পরিচয় নিশ্চিত করা হয় তার সাথে থাকা বই-খাতায় লেখা নাম দেখে।
প্রতক্ষ্যদর্শীদের আরেক সূত্র জানায়, নিহত শিক্ষার্থীর কানে হেডফোন ছিলো এবং সে এক হাত দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলো। এছাড়াও অপর হাতে সে সাইকেল চালানো অবস্থায় খাবার খাচ্ছিলো।
সর্বশেষ পাওয়া তথ্যমতে দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে লাশ উদ্ধার করে । এর আগে স্থানীয়রা ট্রাকসহ (ঢাকা মেট্রো-ট ১৮-৭০২৫) ট্রাক চালককে আটক করে রাখে ।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।