ব্যাংক অভ্যন্তরে পড়ে থাকা ৫০হাজার টাকা পেয়ে উক্ত টাকা গ্রাহককে খুঁজে বের করে তার হাতে সেই টাকা ফেরত দিলেন মরিয়ম আক্তার নামের একজন ব্যাংক কর্মকর্তা।
ব্যাংক কর্মকর্তার সততা দেখে ব্যাংকে উপস্থিত গ্রাহকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। রোববার দুপুরে স্থানীয় সোনালী ব্যাংকের নওয়াপাড়া শাখায় এ ঘটনাটি ঘটে।
ব্যাংক ব্যবস্থাপক এএসএম শামছুদ্দীন আহমেদ জানান, রোববার দুপুরে ব্যাংকের লেনদেন চলাকালিন সময়ে ব্যাংকে কর্মরত সিনিয়র অফিসার (আইটি) মরিয়ম আক্তার ব্যাংক অভ্যন্তরে ৫০হাজার টাকার একটি বান্ডিল পান।
টাকা পেয়ে বিষয়টি ব্যবস্থাপককে জানালে তাৎক্ষণিকভাবে তিনি সিসিটিভি ফুটেজ দেখে সঠিক গ্রাহক নওয়াপাড়া বাজারের বিনিময় ট্রেডার্সের জনৈক কর্মকর্তাকে খুঁজে বের করে যথাযথ প্রমাণ সাপেক্ষে টাকাগুলো তার হাতে তুলে দেয়া হয়।
ব্যাংক ব্যবস্থাপক আরও জানান, গ্রাহকদের আমানত রক্ষণাবেক্ষণ করাই তাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।